ভারতীয় সিনেমার আগের সব রেকর্ড পিছনে ফেলে নতুন ইতিহাস লিখতে চলেছে বলিউড। সোমবার বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবির ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে। এসএস রাজামউলির পরিচালনায় বহুল আলোচিত এই সিনেমার নাম 'বাহুবলি-- দ্য বিগিনিং'। ছবিটিতে খরচ হয়েছে ২২০ কোটি রুপি। যা এখনও পর্যন্ত বলিউডে রেকর্ড। আগামী ১০ জুলাই হিন্দি সংস্করণ মুক্তি পাবে ছবিটি।
'বাহুবলি-- দ্য বিগিনিং' একই সঙ্গে মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। পরবর্তী ক্ষেত্রে হিন্দি, ইংরেজি, মালায়ালাম ও ফরাসি ভাষায় ডাবিং হয়েছে। ছবির হিন্দি সংস্করণ প্রযোজনা করবে করণ জোহারের সংস্থা, ধর্ম প্রোডাকশনস। ছবি কতটা সাফল্য পাবে, তা ভবিষ্যত্ই বলবে, কিন্তু ট্রেলারেই মালুম হচ্ছে, প্রযুক্তির দিক থেকে 'বাহুবলি-- দ্য বিগিনিং' সব নজির ছাপিয়ে যাবে। ভারতীয় পুরাণের উপর তৈরি চিত্রনাট্যের এই ছবিতে অত্যাধুনিক Arri Alexa XT ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা হলিউডের খুব বড় বাজেটের ছবিতেই ব্যবহৃত হয। ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=VdafjyFK3ko
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব