সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজা ও রাণীর মুকুট পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 'বলিউড লাইফ' নামে স্থানীয় একটি নিউজ পোর্টালের এক জরিপের ফলাফলের ভিত্তিতে তাদেরকে এ সম্মানে ভূষিত করা হয়। খবর দ্য হিন্দুর
ভারতের চলচ্চিত্র দর্শক ও এবং রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ভক্তরা জরিপটিতে অংশ নেন। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে সেরা তা যাচাইয়ের জন্য তারা তাদের ভোট দেন। আর এতেই শাহরুখ ও প্রিয়াঙ্কা শীর্ষে উঠে আসেন।
শাহরুখ এক বিবৃতিতে চলচ্চিত্র দর্শক ও তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। স্বপ্ন সত্যি হয়েছে বলে ৩২ বছর বয়সী সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা তার অনুভূতি ব্যক্ত করেছেন।
এছাড়া, 'সেলফি কিং' অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরা নবাগত হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্জুন কাপুর।
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৫/শরীফ