জনপ্রিয় কমেডি শো 'হা-শো' শুরু হচ্ছে আবার। আর এবারের আসরের উপস্থাপক হচ্ছেন সাজু খাদেম। অন্যদিকে এবার বিচারকের আসনে থাকবেন উপস্থাপক মাজহারুল ইসলাম এবং অভিনয়শিল্পী এজাজুল ইসলাম ও বাঁধন। উপস্থাপনা প্রসঙ্গে সাজু খাদেম বলেন, 'এবারে উপস্থাপনায় পারফরমেন্সও থাকবে। উপস্থাপনার ফাঁকে ফাঁকে বিভিন্ন চরিত্র হয়ে আমি হাজির হব। উপস্থাপনার ঢংয়ে অনেক চমক থাকবে। আশা করছি এ পর্যন্ত আমরা প্রাথমিক যা পরিকল্পনা করেছি, তাতে অনেক ভালো হবে।'
'হা-শো'র এবারের সিজন প্রসঙ্গে এনটিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান রঞ্জন কুমার দত্ত বলেন, 'আমাদের পরিকল্পনা চূড়ান্ত। একেবারেই নতুন আঙ্গিকে আমরা অনুষ্ঠানটি করছি। দর্শক বেশ চমক পাবে। আর বৈচিত্র্য আনতে শুধু চার দেয়ালের মধ্যেই আমরা বন্দী থাকছি না। সবমিলিয়ে উপভোগ্যই হবে এবারের 'হা-শো'।
প্রথম দুই সিজনের সফল কার্যক্রমের পর তৃতীয়বারের মতো এনটিভি আয়োজন করতে যাচ্ছে মারসেল প্রেজেন্টস কমেডি শো 'হা-শো' সিজন ৩, পাওয়ারড বাই ডাবর মেসওয়াক। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন হাসান ইউসুফ খান। বর্তমানে চলছে অডিশন রাউন্ড। শেষ হলে ৪৫-৪৫ জন প্রতিযোগী নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে। ৩১ জুলাই থেকে এনটিভির পর্দায় দেখা যাবে কার্যক্রম।