বলিউডের উঠতি অভিনেতা টাইগার শ্রফ কাউকে না জানিয়ে চুপিসারে প্রেম করতে চাইছিলেন কিন্তু পারেননি। শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেছে তার বান্ধবীর নাম। সে আর কেউ নয়, অভিনেত্রী দিশা পাটনি। ২০১৩ মিস ইন্ডিয়ার প্রতিযোগিতার প্রথম রানার-আপ ছিলেন তিনি। স্থানীয় এক গণামাধ্যম এ তথ্য ফাঁস করে।
'জিন্দেগি আ রাহা হু ম্যাঁয়'তে একসঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ ও দিশা। খ্যাতিমান নির্মাতা করণ জোহরের 'নো সেক্স প্লিজ' মুভির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিশা। একতা কাপুরের 'ভ্যানিটি ফেয়ার' মুভিতেও রয়েছেন এই সুন্দরী। খবরে বলা হয়, একাধিকবার বান্দ্রায় দেখা গেছে টাইগার শ্রফ ও দিশাকে। একসঙ্গে তারা নাকি জিমেও যান।
বিডি-প্রতিদিন/ ৮ জুন ২০১৫/শরীফ