নাচে গানে আর পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বেশ জাকজমকভাবে শেষ হলো ১৬তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি 'আইফা' অ্যাওয়ার্ড। ৫ থেকে ৭ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসেছিলো বার্ষিক এই অনুষ্ঠানটি। এই উপলক্ষ্যে গোটা বলিউড গিয়ে হাজির হয়েছিল মালয়েশিয়ায়।
১৬তম আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহীদ কাপুর। 'হায়দার' মুভিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। সেরা মুভির পুরস্কার পেয়েছে কঙ্গনা রানাওত অভিনীত 'কুইন' মুভিটি। সেইসঙ্গে একই মুভিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীও হয়েছেন কঙ্গনা।
অাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্ডেজ, কৃতি শ্যানন, বিপাশা বসু, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, মালাইকা অরোরা খান, অদিতি রাও হায়দারি থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, জেনেলিয়া ডি সুজা, নেহা ধুপিয়া, দিয়া মির্জাসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ৮ জুন ২০১৫/শরীফ