মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ থেকে ৭ জুন অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ড একাডেমি অ্যাওয়ার্ডস অাইফা ২০১৫। গত বছর যেসব মুভি, অভিনেতা ও অভিনেত্রীরা বলিউড কাঁপিয়েছেন তাদের পুরস্কৃত করতেই প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহীদ কাপুর। 'হায়দার' মুভির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। অার সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাওত। 'কুইন' মুভিতে চমৎকার অভিনয়ের জন্য সেরা হন তিনি। এছাড়া 'কুইন' সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে। ১৬তম আইফা অ্যাওয়ার্ডে সেরা পরিচালক হয়েছেন রাজকুমার হিরানি। বহুল আলোচিত-বিতর্কিত 'পিকে' মুভির জন্যই তিনি এ পুরস্কার পান।
'হিরুপন্তি' মুভিতে অভিনয়ের জন্য টাইগার শ্রফ এবং কৃতি সাননকে দেয়া হয় সেরা উঠতি অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। পিকু, হ্যাপি নিউ ইয়ার এবং 'ফাইন্ডিং ফ্যানি' মুভিতে অভিনয়ের জন্য সেরা নারীর পুরস্কার পান দীপিকা পাডুকোন।
'ম্যায় তেরা হিরো’তে কমিক রোলে সেরা পারফর্মেন্সের জন্য বরুন দেওয়ান, হায়দার সিনেমায় নেগিটিভ রোলের জন্য কে কে মেনন এবং একই মুভিতে সাপোর্টিং রোলের জন্য টাবুকে আইফার বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে, 'এক ভিলেন' মুভিতে বেস্ট সাপোর্টিং রোলের জন্য সেরার পুরস্কার জিতেন রিতেশ দেশমুখ। এছাড়া মারাঠি ছবি 'রাই বাহারি' জিতে নেয় সেরা আঞ্চলিক ছবির পুরস্কার। এছাড়া '২-স্টেইট' মুভির জন্য সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন শঙ্কর-এহসান।
বিডি-প্রতিদিন/ ৮ জুন ২০১৫/শরীফ