বলিউড বাদশাহ শাহরুখের বুড়িয়ে যাওয়া একটি ছবি সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ছবিটি রীতিমতো সাইবার বিশ্বে হইচই ফেলে দিয়েছে। বলা হচ্ছে, সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অস্ত্রোপচারের সময় নাকি শাহরুখের এই ছবিটি তোলা হয়েছে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ছবিটিতে কাঁচা-পাকা চুলের শাহরুখকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান তার ভক্তরা। ৪৯ বছরের শাহরুখের চেহারায় শতবর্ষী ছাপ। পড়ে পাতলা হয়ে গেছে মাথার চুল। মুখের ত্বকজুড়ে বলিরেখা।
শাহরুখের এমন বয়োবৃদ্ধ চেহারার ছবি দেখে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত হয়ে যান ভক্তরা। পরে অবশ্য জানা যায়, ফটোশপের কারসাজিতে ছবিটি অনলাইনে ছাড়া হয়েছে।
বিজ্ঞাপনচিত্রে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় পরচুলা পরা অবস্থায় শাহরুখের একটি ছবি তোলা হয়েছিল। কাঁচা-পাকা চুলের পরচুলাটি এতটাই নিখুঁত যে, দেখে বোঝার উপায় নেই সেটা পরচুলা। সম্প্রতি ফটোশপের কারসাজিতে সেই ছবিটিই হোয়াটসঅ্যাপে পোস্ট করেন কেউ একজন। তিনি হয়তো দেখাতে চেয়েছেন, অনেক বছর পর বুড়ো হয়ে গেলে শাহরুখের চেহারা কেমন হবে। পরে ছবিটি ঝড়ের গতিতে অনলাইনে ছড়িয়ে পড়ে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/০৮ জুন ২০১৫/ এস আহমেদ