সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে যারা ফেক আইডি তৈরি করে পর নিন্দা, পরচর্চা করে মজা পায় তাদের নিজের অনুরাগী বলে মনে করেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে পর পর দুটি টুইটের মাধ্যমে তিনি একথা জানান।
সম্প্রতি কঙ্গনা রানাউত, ইয়ামি গৌতম তার ফ্যানদের সাবধান করেছেন ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে। এবার সেই পথেই পথেই হাঁটলেন এই বলিউড সুপারস্টার। তবে একেবারে দাবাং স্টাইলে, অনুনয় নয় হুশিয়ারি দিলেন ভক্তদের।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব