টম ক্রুজের মিশনগুলো ইমপসিবল থাকে, পরে পসিবল হয়। কিন্তু আমাদের মোস্তফা সরয়ার ফারুকী নায়ক নন, টম ক্রুজের মতো। তিনি নির্মাতা। তবু তার মিশনগুলো ইমপসিবল থেকে পসিবল হচ্ছে। সেই 'ব্যাচেলর' থেকে 'পিঁপড়াবিদ্যা'- কোনোটাই সহজ যাত্রা ছিল না। সমালোচনা তো বটেই, তার সিনেমাগুলোকে 'নাটক' বানানোর চক্রই বার বার পিছু টেনে ধরেছে। কিন্তু ফারুকী থামেননি, তিনি এগিয়ে গেছেন। কঠিন পথে হেঁটেই সফলতা পেয়েছেন। এখন তার দৃষ্টি আরও উঁচুতে। ফারুকী বলেন, 'আমি আমার মতো সিনেমা বানাই। একেকটা ছবি একেকজন নির্মাতার স্বপ্ন। সবাই তার স্বপ্ন নির্মাণ করছে। তাই ব্যক্তিভেদে সবার স্বপ্নও ভিন্ন হবে। কিন্তু অনেকে মনে করেন, তাদের চোখেই আমার স্বপ্ন দেখতে হবে। ক্যান রে ভাই, আমার চোখ কেন বন্ধ করতে চান? আমি আমার চোখেই স্বপ্ন দেখব।'
ফারুকীর সিনেমাগুলোকে 'নাটক' তকমা দেওয়ার জন্য চক্র যতই কারসাজি করুক না কেন, আন্তর্জাতিক চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তিনি ঠিকই আলোড়ন তুলেছেন। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে নির্মাতারা ফারুকীকে নতুন ঢঙের গল্পের ফেরিওয়ালা মনে করছেন। তাই ফারুকী প্রেমীদের মন্তব্য- 'আপনারা যে ছবিগুলোকে নাটক বলছেন, বর্ডার ক্রস করলেই সেগুলো সিনেমা হয়ে যাচ্ছে। তাই বলা যায়, সারা বিশ্বের মানুষ সিনেমা বুঝে না। সিনেমা কেবল বুঝে আমাদের দেশের মানুষ'।
যা হোক, পাঁচবার পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করে ফারুকী ইমপসিবল বিষয়গুলোকে পসিবল করেছেন। এবার তিনি নামছেন 'মিশন সিক্স' নিয়ে। তার এবারের মিশনের নাম 'নো ল্যান্ডস ম্যান'। চুপেচাপে বেশ কাজ করে যাচ্ছেন ফারুকী। আর এবারের ছবিটি হবে আন্তর্জাতিক। ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষার মিশেলে নির্মিত হবে ছবিটি। শুটিং হবে যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশে। নির্মাতা বলেন, 'সবকিছু গুছিয়ে এনেছি। এখন ঝাঁপিয়ে পড়ার পালা।'
ফারুকীর এবারের ছবিতে অভিনয় করছেন ভারতের আলোচিত অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় বেশ হৈচৈ হচ্ছে। কারণ নওয়াজুদ্দীন বলেছেন, ফারুকীর গল্প তার বেশ পছন্দ হয়েছে। পারিশ্রমিক না দিলেও তিনি অভিনয় করবেন। আর এ নিয়েই হৈচৈ। বিশেষ করে ফারুকীকে ভারতীয় মিডিয়া নতুন দিনের সিনেমাওয়ালা বলে আখ্যায়িত করেছেন। সঙ্গে নওয়াজুদ্দীনের আগ্রহ। সবমিলিয়ে 'আওয়াজ' অনেক বেশি।
ফারুকীর এবারের ছবিতে শুধু ভারতীয় শিল্পীই থাকছেন না, সঙ্গে একজন হলিউড অভিনেত্রীও যোগ হবেন। আর বাংলাদেশ থেকেও একজন অভিনেত্রী অভিনয় করবেন। কিন্তু ফারুকী কিছুই জানাচ্ছেন না। সবই সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। নওয়াজুদ্দীনের খবর ছড়িয়ে পড়ায় তিনি কিছুটা মন খারাপ করেছেন, তাই বাকি শিল্পীদের ব্যাপারে ঠোঁটের ওপর শাসন বেশ বাড়িয়েছেন। কারণ একটাই- একসঙ্গে সব গোমর ফাঁস করার ইচ্ছা তার। তবে ফারুকী জানিয়েছেন, পাণ্ডুলিপি চূড়ান্ত। ছবির লোকেশন দেখার পালা চলছে। একই সঙ্গে শিল্পীদের সঙ্গে চুক্তিও করবেন। তারপর শুটিং শুরু করবেন। তাই আপাতত তার ধ্যান-জ্ঞান শুধু 'নো ল্যান্ডস ম্যান' মিশন নিয়ে। ধারণা করে বলাই যায়, ফারুকী এবারও সফল হবেন।