নাট্যকর্মী মাধবীলতা দুটি দৃশ্যে কাজ করার জন্য এফডিসিতে যান তিনি। নায়কের দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে সংলাপ বলতে হবে একটি। সেটা হচ্ছে 'কবুল'। কবুল করার পর মেয়েটার মনে জায়গা করে নেন নায়ক। তাই তার বাসায় যায় মাধবীলতা। এটি একটি নাটকের গল্প। নাম 'এ শহর মাধবীলতার না'। এতে নামভূমিকায় অভিনয় করলেন অপি করিম। ৪ জুন থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এ নাটকে নায়ক চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। নির্মাতা সাগর জাহান জানান, নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা তার। আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে 'এ শহর মাধবীলতার না'।
নির্মাতা বলেন, 'ভিন্নধর্মী গল্পের নাটক এটি। দর্শক দেখে অন্যরকম এক আবেগ অনুভব করবেন। কারণ গল্পের পরতে পরতে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে।'