ঢাকায় আসছেন কলকাতার ব্যস্ত নায়ক সোহম। এটাই তার প্রথম সফর। এর আগে বিভিন্ন ইস্যুতে টালিউডের বেশির ভাগ তারকা ঢাকার মাটিতে পা রাখলেও সোহমের বেলায় ঘটেনি তা। না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সরকারি সফরে যোগ দিতে নয়, সোহম আসছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি ছবির মহরত অনুষ্ঠানে অংশ নিতে। ছবিটির প্রযোজনা সংস্থা কিবরিয়া ফিল্মস সূত্র এমনটাই নিশ্চিত করে। সূত্র আরও জানায়, 'বুলেট' [সম্ভাব্য নাম] শীর্ষক এ ছবিটির মহরত হবে ১৪ জুন সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া হোটেলে। এ উপলক্ষে এদিন সকালে কলকাতার একটি ফ্লাইটে ঢাকায় উড়ে আসবেন সোহম। সন্ধ্যায় মহরত অনুষ্ঠান শেষ করেই ফের উড়াল দেবেন কলকাতার উদ্দেশে। জানা গেছে, মহরত অনুষ্ঠানে কলকাতার নায়ক সোহম আর ঢাকার নায়িকা মীম ছাড়াও উপস্থিত থাকবেন ছবিটির কলকাতার পরিচালক রাজা চন্দ্র ও প্রযোজক রানা সরকার। সোহমের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে ছবিটির বাংলাদেশি প্রযোজক ও পরিচালক মো. কিবরিয়া লিপু বলেন, সোহমের শিডিউল ফাঁকা পাওয়া মুশকিল হয়ে গেছে। অনেক কষ্টে ১৪ জুন ফাঁকা করেছি, ও ঢাকায় আসছে। আশা করছি জমকালো আয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে শুভ মহরত করতে পারব। লিপু আরও বলেন, কলকাতার পক্ষ থেকে ছবিটির প্রাথমিক নাম 'বুলেট' রাখা হলেও এটি ১৪ জুনের আগে নিশ্চিত পরিবর্তন হচ্ছে। কারণ, এ নামে বাংলাদেশে ছবি হয়েছে। আমরা এখন হন্যে হয়ে ছবিটির নতুন নাম খুঁজছি। প্রযোজক-পরিচালক সূত্রে জানা গেছে, সোহম-মীম জুটির অ্যাকশনধর্মী এ ছবিটির শুটিং শুরু হচ্ছে ২২ জুলাই থেকে ভারতের বিভিন্ন লোকেশনে।