ঈদে নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কিংবদন্তি শিল্পী লাকী আখন্দ। এরই মধ্যে তিনি বেশ কিছু নতুন গানের রেকর্ডিং সম্পূর্ণ করেছেন। লাকী আখন্দ বলেন, 'এবার ঈদে শ্রোতাদের নতুন গান উপহার দেব। এর মধ্যে আমার এককও রয়েছে। সম্প্রতি সাত-আটটি গানের রেকর্ডিং শেষ করেছি। আমার সুর-সংগীতে কিছু নবীন শিল্পীর গানও প্রকাশ হবে এই ঈদে।'
তিনি আরও বলেন, 'সিডির বাজার এখন আর নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, গানগুলো অনলাইন ও মুঠোফোনে প্রকাশ করব। আর মাস কয়েক পর তা সিডি আকারে প্রকাশিত হবে।'
বেশ কজন গীতিকারের লেখায় নতুন গানগুলোর সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই।
২০০৫ সালে লাকী আখন্দ ও সামিনা চৌধুরীর অংশগ্রহণে 'আনন্দ চোখ' শিরোনামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়।