বলিউডে এক নায়িকা আরেক নায়িকাকে দেখতে না পারাটা নতুন কিছু নয়। তবে সে জায়গা থেকে দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রানাউতের সম্পর্কটা একটু আলাদাই বটে। অন্যরা যেখানে সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকেন সেখানে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব বিদ্যমান। সম্পর্কটা আগের মতো চলছিল কিছুদিন আগেও। তবে কয়েক দিন ধরে নতুন খবর শোনা যাচ্ছে। দীপিকা আর কঙ্গনা নাকি এখন আর আগের মতো বন্ধু নেই। পরস্পরে শত্রুতে পরিণত হয়ে গেছেন। যেখানে দীপিকা যাচ্ছেন সেখানে কঙ্গনা নেই। তারই প্রমাণ মিলেছে যখন সম্প্রতি একটি পার্টিতে দুজন একে অপরকে দেখে সরে যাওয়া থেকে। জানা গেছে, দীপিকা আগেই সেখানে পৌঁছে যান। কিন্তু যখন সেই পার্টিতে কঙ্গনা প্রবেশ করেন সেটা দূর থেকে দেখে কাউকে কিছু না বলেই দীপিকা দ্রুত সটকে পড়েন। হঠাৎ এমন কাণ্ড দেখে উপস্থিত অনেকের মাঝে নানা প্রশ্ন জাগে। এতদিন যাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল এখন কেউ কারও ছায়া দেখতেও নারাজ কেন? জানা গেছে, গত মাসে দীপিকার 'পিকু' ছবি মুক্তি পাওয়ার পর থেকেই নানাভাবে এসব ঘটে চলেছে তাদের মাঝে। ছবিটির সাফল্যের পুরো স্বাদ গ্রহণ না করতেই নাকি কঙ্গনার 'তানু ওয়েডস মানু রিটার্নস' ছবি মুক্তি পায়। সঙ্গে সঙ্গে বঙ্ অফিস দখলে চলে যায় দীপিকার বদলে কঙ্গনার। এ নিয়েই দুজনের সম্পর্কে ভাঙন ধরে বলে শোনা যাচ্ছে।