আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ধারাবাহিক নাটক 'পাল্টা হাওয়া'। স্মরণজিৎ চক্রবর্তীর 'পাল্টা হাওয়া' উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, শিল্পী সরকার অপু, শিরিন আলম, সাবেরী আলম, আরফান নিশো প্রমুখ।