নিজের গাওয়া পুরনো গানগুলো সংরক্ষণের লক্ষ্যে কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এরই মধ্যে তিনি তার গাওয়া হারানো দিনের গানের বেশ কিছু রেকর্ড খুঁজে বের করেছেন। তার মধ্য থেকে কিছু সংখ্যক গান আবার তিনি নতুনভাবে সংগীতায়োজনে করতে চাইছেন। বাকি গানগুলোর রেকর্ড ঠিক আগের মতোই রাখবেন বলে জানিয়েছেন।
রুনা লায়লা বলেন, 'এই কাজটি করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই। নানা ব্যস্ততার কারণে করা হয়ে উঠছিল না। আমি আমার এই গানগুলো নতুনদের জন্য রেখে যেতে চাই। এ জন্য আবার কাজটি শুরু করেছি।' তিনি আরও বলেন, 'বহু বছর আগে আমার কণ্ঠে প্রকাশিত হয়েছিল, এমন কিছু গান খুঁজে পেয়েছি। তবে এর মধ্যে কিছু গানের সংগীতের মান নষ্ট হয়ে গেছে। সেগুলো নতুন সংগীতায়োজনে রেকর্ড করতে হচ্ছে। আর যে গানগুলোর মান ঠিক আছে, তা আপাতত তেমনই রাখছি। খুব শিগগিরই আমার সব গান নিজের সংগ্রহে চলে আসবে।'
রেকর্ডের যুগ থেকে ক্যাসেটের যুগ পর্যন্ত প্রকাশিত গানগুলোকেই আপাতত রুনা লায়লা বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। তবে গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ হবে কিনা, তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। যদিও বেশ কয়েক বছর আগে রুনা লায়লা তার পুরনো গানের অ্যালবাম প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ১৯৬৫ সালে পাকিস্তানি ছবি 'জুগনু'র, 'গুড়িয়াসি মুন্নি মেরি' গান দিয়ে সংগীত ভুবনে পা রাখেন রুনা লায়লা।