বলিউডে অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। এবার হলিউড দখলের লড়াইয়েও এগিয়ে গেলেন তিনি। স্পাই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে এ বলিউড অভিনেত্রীর। আর প্রথম সিনেমাতেই সাফল্যের মুখ দেখেছেন এই বলিউড সুন্দরী। মুক্তির দু'দিনের মধ্যে শুধুমাত্র আমেরিকার বাজারে এই সিনেমার আয় ৩০ মিলিয়ন মার্কিন ডলার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই সিনেমাটির আন্তজার্তিক বাজারে আয় ইতোমধ্যে ৮৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।
স্পাই-এর এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক বলিউড অভিনেতা উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে। এ ছাড়া পরিচালক করণ জোহারসহ অনেকেই হলিউডে নার্গিসের এই বাজিমাতে শুভেচ্ছা জানিয়েছেন। নার্গিসও বেজায় উচ্ছ্বসিত স্পাইয়ের সাফল্যে। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও নিজেকে নিয়মিত করার ইচ্ছা পোষণ করেছেন এ তারকা।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ