পর্দায় কারিশমা ও কারিনার সাথে শাহরুখকে দেখা গেলেও আলিয়া ভাটের সাথে এখনও কোনো সিনেমায় দেখা যায়নি। তবে এবার তিনজনের সঙ্গেই ডিনারে খুঁজে পাওয়া গেল কিং খানকে। কারিশমা কাপুর, কারিনা কাপুর ও আলিয়া ভাটের সাথে বি-টাউনে ডিনার করলেন শাহরুখ। আর ডিনারের সময় তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন শাহরুখ।
সংশ্লিষ্টরা বলছেন, এই ডিনার পার্টি হয়তো অন্য কোন ইঙ্গিত দিচ্ছে। শাহরুখের পরবর্তী কোনো ছবিতে এবার হয়ত আলিয়াকে দেখা যেতে পারে।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ