দীর্ঘ এক মাস পর ঢাকায় ফিরলেন সময়ের জনপ্রিয় নায়ক জায়েদ খান। এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় গিয়েছিলেন তিনি। সেখানে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির জন্য শ্রেষ্ঠ নায়কের পুরস্কার গ্রহণ করেন তিনি। এরপর বেশ কিছুদিন ঘুরে বেড়ান জ্যামাইকার বিভিন্ন স্থানে।
শনিবার দুপুরে ঢাকায় ফিরেছেন জায়েদ খান। সাংবাদিকদের জানান, আমি খুশি যে প্রবাসী বাঙালিদের ভালোবাসা পেয়েছি। এই অনুষ্ঠানে প্রচুর বাংলাদেশি ছিল, যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নায়ক হিসেবে পুরস্কার পেয়েছি। বাংলাদেশে এখন অনেক ভালো ছবি হচ্ছে। তবে অনেক প্রবাসীই এখবর জানেন না।
জায়েদ খান জানান, তিনি এবারের সফরে আরও তিনটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া জ্যামাইকাভিত্তিক টিভি চ্যানেল টাইম টিভির একটি লাইভ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। সেখানে অনেক বাঙালি দর্শক সরাসরি ফোন করে কথা বলেছেন জায়েদ খানের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৫/ রশিদা