উচ্ছ্বাস আর আনন্দে মেয়ের প্রথম জন্মদিন পালন করছেন বলিউড অভিনেতা ইমরান খান ও স্ত্রী অবন্তিকা মালিক খান। এই দম্পতির মেয়ের নাম ইমারা খান। আজ তার প্রথম জন্মদিন।
এক বছর পূর্ণ হওয়ায় বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট ইমারা খানকে। আর বাবা ইমরান খান ও মা অবন্তিকাও মেয়েকে নিয়ে করেছেন নানান ধরনের প্ল্যান। ভাগ্নের মেয়ের জন্মদিনে পার্টি দেয়ার কথা রয়েছে মামা আমির খানেরও।
দীর্ঘ তেরো বছর ধরে একসঙ্গে বসবাস করলেও বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক খান বিয়ে করেছিলেন ২০১১ সালে। তাদের কোলজুড়ে ২০১৪ সালের ৯ জুন জন্ম হয় তাদের প্রথম সন্তান।
বিডি-প্রতিদিন/ ৯ জুন ২০১৫/শরীফ