ঈদ বিনোদনের অন্যতম উপকরণ ছবি দেখা। যুগ যুগ ধরে ঈদ উৎসবে নতুন ছবি দেখে আনন্দের পূর্ণতায় ভাসে দর্শক। মুক্তি পায় একাধিক ছবি। ঈদে ছবি দেখাকে অনেকটা ট্র্যাডিশন মনে করে অনেকে। খুশির এই দিনে নানা আনন্দ আয়োজনের তালিকায় যুক্ত হয় পরিবার-পরিজন নিয়ে ছবি দেখা। উপমহাদেশে প্রাচীনকাল থেকে এই ট্র্যাডিশন চলে আসছে। ঢালিউডের শুরুতে ঈদে কমপক্ষে দুটি করে নতুন ছবি মুক্তি পেত। একসময় এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯টি পর্যন্ত।
ঈদের বাকি মাত্র এক মাস ৯ দিন। এখন থেকেই ঈদের ছবি মুক্তি নিয়ে নির্মাতাদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে।
ঈদে ছবি মুক্তি মানেই নিঃসন্দেহে মুনাফার মুখ দেখা। অন্য সময় দর্শক প্রেক্ষাগৃহমুখী না হলেও ঈদে বেশ ঘটা করে তারা ছবি দেখতে যায়। তাই একদিকে দর্শকের আনন্দ, অন্যদিকে নির্মাতার ঘরে লাভের অঙ্ক। দুইয়ে মিলে ঈদের আনন্দ বেড়ে যায় বহুগুণ।
২০০৮ সাল থেকে ঈদে শীর্ষ নায়ক শাকিব খানের ছবি মুক্তি পায় বেশি। এবারও এই ধারাবাহিকতা বজায় থাকছে। যদিও এখন পর্যন্ত প্রযোজক সমিতিতে ঈদে মুক্তির জন্য কোনো ছবির আবেদন জমা পড়েনি, তারপরও চলচ্চিত্রকারদের সঙ্গে কথা বলে জানা গেছে এ পর্যন্ত পাঁচটি ছবি মুক্তির চিন্তাভাবনা রয়েছে সংশ্লিষ্ট নির্মাতার। এসব ছবি হলো-
সম্রাট
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণাধীন 'সম্রাট' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও কলকাতার নায়ক ইন্দ্রনীল। অপরাধ জগতের নানা ঘটনা নিয়ে এ ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই।
আরও ভালোবাসবো তোমায়
এসএ হক অলীক নির্মাণ করছেন 'আরও ভালোবাসবো তোমায়' ছবিটি। এ ছবির মূল তিন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, পরীমণি ও ববি। মূলত রোমান্টিক গল্প হলেও এতে পারিবারিক নানা ঘটনা এবং ভালোবাসার জন্য ত্যাগ স্বীকারের বিষয়টি গল্পে স্থান পেয়েছে। গল্প লিখেছেন নির্মাতা নিজেই।
লাভ ম্যারেজ
শাহীন সুমন পরিচালনা করছেন 'লাভ ম্যারেজ' ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। রোমান্টিক গল্পে ছবিটি নির্মাণ হলেও এতে কমেডি, ট্র্যাজেডি, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে বিনোদনের সব সুস্থ উপকরণ থাকছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
অগ্নি টু
ইফতেখার চৌধুরী নির্মাণ করেছেন 'অগ্নি টু' ছবিটি। এটি এই নির্মাতার 'অগ্নি' ছবির সিক্যুয়েল। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, কলকাতার রাজা গোস্বামী ওম, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ। অগ্নির নাম ভূমিকায় আবারও দেখা যাবে মাহীকে। মূলত অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হয়েছে ছবিটি। এটিও প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। অ্যাকশন গল্পের ছবি হলেও এতে রোমান্স থেকে শুরু করে বিনোদনমূলক সব সুস্থ উপকরণ থাকছে।
পদ্ম পাতার জল
ছোটপর্দার নির্মাতা তন্ময় তানসেন প্রথমবার বড়পর্দার জন্য নির্মাণ করলেন চলচ্চিত্র 'পদ্ম পাতার জল'। মূলত এক বাইজির সঙ্গে জমিদার পুত্রের প্রেমের সম্পর্ককে ঘিরে গড়ে উঠেছে ছবির গল্প। গল্প লিখেছেন লতিফুল ইসলাম ও তন্ময় তানসেন। ছবিটিতে অভিনয় করেছেন ইমন, মিম, নিপুণ, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান প্রমুখ। দেশের মনোমুঙ্কর লোকেশনে ছবিটির চিত্রায়ণ এ ছবির বাড়তি আকর্ষণ।
চলচ্চিত্রকাররা জানান, এ পাঁচটি ছাড়াও আরও ছবি যোগ হতে পারে ঈদের মুক্তির তালিকায়। এমনও হতে পারে এ পাঁচটির মধ্য থেকে কোনোটি আবার পিছিয়ে পড়তে পারে। প্রতিবছর এমনটি হয়ে আসছে। দেখা যায় প্রচার-প্রচারণা শেষে কোনো কারণে ঈদে মুক্তির সারি থেকে সরে দাঁড়ায় অনেক ছবি। চলচ্চিত্রকারদের কথায় বর্তমানে সিনেমা হল সংকট হচ্ছে এ ব্যবসার অন্যতম প্রধান অন্তরায়। চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে দেশে এখন সিনেমা হলের সংখ্যা মাত্র ৩১৮টি।
একসঙ্গে অনেক ছবি মুক্তি দিলে কম সিনেমা হল থাকায় কোনো ছবিই ভালো ব্যবসা করতে পারে না। তা ছাড়া ঈদের ছবি মানেই বিগ বাজেটের ছবি। তাই মুনাফা দূরে থাক পুঁজি ফেরত আনাই দুষ্কর হয়ে পড়ে। আরেকটি সমস্যা হলো এখন ডিজিটাল প্রযুক্তিতে নির্মাণ হয় ছবি। দেশে এই প্রযুক্তির সিনেমা হল আছে ১৮০টির মতো। তবে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লক বাস্টারস ও শ্যামলী- এ তিন মাল্টিপ্লেক্সে থাকা ১২টি ছাড়া বাকিগুলোকে ডিজিটাল সিনেমা হল বলা যায় না। কেননা অন্যগুলো হচ্ছে ভিডিও প্রজেক্টর দ্বারা পরিচালিত সিনেমা হল। তাই এখন দেখার বিষয় ঈদে ছবি মুক্তির তালিকা দীর্ঘ নাকি আরও স্বল্প হবে।