এক মাসের আমেরিকা মিশন শেষ করলেন ড্যাশিং অভিনেতা জায়েদ খান। মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকা যান তিনি 'ঢালিউড অ্যাওয়ার্ড' গ্রহণ করতে। 'প্রেম করবো তোমার সাথে' ছবিতে সুঅভিনয়ের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিবছর আমেরিকায় এই অ্যাওয়ার্ডের আসর বসে। এটির আয়োজন করেন আলমগীর আলম খান। সেখানকার টাইম টিভিতে 'জায়েদ খান স্পেশাল ফ্রাইডে নাইট' শিরোনামে এই অভিনেতার একটি লাইভ সাক্ষাৎকারের অনুষ্ঠান প্রচার করা হয়। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন জায়েদ খান। তা ছাড়া সেখানকার বাঙালিরা তাকে নিয়ে বেশ কটি মিউজিক ভিডিও নির্মাণ করে। জায়েদ খান বলেন, প্রথমবারের মতো আমেরিকা গিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করলাম। তা ছাড়া সেখানে বাংলাদেশি ছবির প্রচারে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি চাই বিশ্ব দরবারে আবারও বাংলাদেশি ছবির জয়জয়কার হোক।