কয়েকদিন আগেই অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসারের দৈন্যদশার খবর বেরিয়েছিল। সংসার চালাতে তাদের ঋণের বোঝা বাড়ছে বলেই জানে সবাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এখন তারা গ্রিসে একটি দ্বীপ কেনার পরিকল্পনা করছেন। ওকে ম্যাগাজিন জানিয়েছে, হলিউডের এই দম্পতি জুটি অবসর কাটানোর জন্য গ্রিসে একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। পছন্দের দ্বীপটির দামও মোটামুটি চূড়ান্ত। ৪.৭ মিলিয়ন ডলার মূল্যে গাইয়া দ্বীপটি কেনার উদ্দেশ্য হলো তাদের ছয় সন্তান নিয়ে একটু নিরিবিলিতে অবসর কাটানো। ব্র্যাড পিট ওকে ম্যাগাজিনকে জানিয়েছেন, 'অ্যাঞ্জেলিনা দ্বীপটির প্রেমে পড়ে গেছে। যদিও বাসযোগ্য করতে এখানে অনেক কাজ করতে হবে, তবে বর্তমানে যে মূল্যে দ্বীপটি পাওয়া যাচ্ছে তাতে আমাদের স্বপ্নের বাড়ি বানাতে কোনো সমস্যা নেই।' তারকাখ্যাতির কারণে অ্যাঞ্জেলিনা ও ব্র্যাড পিট এবং তাদের সন্তানরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কিন্তু এ দ্বীপে অবসর কাটানোর সময় তারা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করলেও পাপারাজ্জিদের কবলে পড়বে না বলে স্বস্তি প্রকাশ করেছেন ব্র্যাঞ্জেলিনা।