আজ থেকে শুরু হচ্ছে 'বাংলাদেশ-ভারত' সিরিজ ২০১৫। সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিটিভি। ক্রিকেটের উন্মাদনা আরও একধাপ বাড়িয়ে চ্যানেলটি আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ চারটি অনুষ্ঠান। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর জে মারিয়া নূরের উপস্থাপনা ক্লিয়ার নিবেদিত 'ক্রিকেট এক্সট্রা'। এ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিটি ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সাবেক ক্রিকেটার ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন। মডেল উপস্থাপিকা শ্রাবণ্যের উপস্থাপনায় সরাসরি আলোচনা অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত 'ক্রিকেট ম্যানিয়া'। অনুষ্ঠানটি ম্যাচ চলাকালীন প্রতিদিন বিকাল ৫টায় সরাসরি সম্প্রচার হবে।