সময়টা সত্যি ভালো যাচ্ছে না রণবীর কাপুরের। 'বম্বে ভেলভেট' বক্স অফিসে ভরাডুবির পর এবার সমস্যায় তার পরের ছবি 'জগ্গা জাসুস'। অন্য একটি ছবির সঙ্গে মিল থাকায় ছবির বেশির ভাগ অংশ নতুন করে শুট করার সিদ্ধান্ত নিলেন পরিচালক অনুরাগ বসু।
এর জেরে বাধ্য হয়েই রণবীর পেছালেন তার বিয়ে। 'জগ্গা জাসুস' মিউজিক্যাল ফিল্ম। পরিচালক চেয়েছিলেন গানে গানেই কাহিনী অনেকটা এগিয়ে যাবে।