নারী বক্সার মেরি কমকে নিয়ে নির্মিত মুভি খ্যাতি পেয়েছে সারা বিশ্বে। এবার ভারতীয় টিভিতে একটি অ্যানিমেশন সিরিজে তাকে সুপার হিরোর ভূমিকায় দেখা যাবে। এর নাম 'মেরি কম জুনিয়র' হবার কথা রয়েছে।
এ বিষয়ে মেরি কম গণমাধ্যমকে বলেছেন, "আমার মনে হয় দেশের মেয়েদের অনুপ্রাণিত করার জন্য এই ভাবনা কার্যকর হবে।" মূলত সমাজে নারী নিপীড়ন ক্রমাগত বেড়েই চলেছে। এ অবস্থায় মেয়েদের আত্মরক্ষা কী ভাবে করা উচিত তার পাঠ দেবে এই সিরিজ।
মেরি কম আরও বলেন, "বাবা-মায়েরা কখনই চান না যে তাদের মেয়েরা কোনো ফাইটিং গেম শিখুক। এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু ক্রমাগত বেড়ে চলা অপরাধের জন্য এখন অন্তত তারা কিছুটা সচেতন হয়েছেন। এই টিভি সিরিজে তার প্রাথমিক পাঠ থাকছে।"
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৫/ রশিদা