বলিউড সুপারস্টার সালমান খান ও কারিনা কাপুর অভিনীত বাজরাঙ্গি ভাইজান সিনেমার বিশেষ গান ‘আজ কি পার্টি মে’ শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে। ঈদ উপলক্ষে নির্মিত এই গানটি সিনেমায় দেখা যাবে না। ভক্তদের জন্য ঈদ পার্টি হিসেবে সালমান-কারিনার বিশেষ এই গানটির শুটিং করা হয়েছে।
গানটি কম্পোজ় করেছেন প্রীতম। গেয়েছেন মিকা সিং। লিখেছেন সাবীর আহমেদ ও কোরিওগ্রাফ করেছেন রেমো ডি সুজ়া।
আগামী ১৭ জুলাই বহুল প্রতীক্ষিত বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি মুক্তি পাবে। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে।
গানের ভিডিওটি দেখতে চাইলে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=vlS7oilbya0
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব