বিনোদন জগতে সমানতালে আলোচিত ও সমালোচিত দুই নাম সানি লিওন এবং কিম কার্দাশিয়ান। তাদের দু'জনেরই রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। আছে আলাদা বিতর্ক। ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা নামগুলোর মধ্যে এ দু'টি নাম অন্যতম। আর এ দুজনকে যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। সম্প্রতি এমনই ইচ্ছার কথা জানিয়েছেন সানি লিওন।
এক সাক্ষাৎকারে সানি বলেন, 'আমি রিয়েলিটি শো অনেক পছন্দ করি। ছোট বেলা থেকেই আমি রিয়েলিটি শো দেখি। আমি যদি সিঙ্গেল হতাম এবং বয়স যদি একটু কম হতো তাহলে স্পিলিটসভিলা রিয়েলিটি শোতে অংশ নিতাম। তবে আমি সবচেয়ে খুশি হতাম কার্দাশিয়ানের 'কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস' রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পারলে।'
এমটিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'স্পিলিটসভিলা'র সপ্তম আসরের উপস্থাপনা করেছেন সানি লিওন। গত বছর এ অনুষ্ঠানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় এ শোয়ের অষ্টম আসরের উপস্থাপিকা হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
'স্পিলিটসভিলা' ভালোবাসার মানুষ খুঁজে বের করা নিয়ে একটি রিয়েলিটি শো। উপস্থাপনার পাশাপাশি এ অনুষ্ঠানের একজন মেনটর হিসেবেও দ্বায়িত্ব পালন করেন সানি।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই ২০১৫/ এস আহমেদ