ছোট পর্দার জনপ্রিয় মুখ অপি করিম। কিন্তু তাকে ঠিক আগের মতো পর্দায় দেখা যায় না। তবে মাঝে মধ্যে বিশেষ দিবস বা ঈদকেন্দ্রিক নাটক বা অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের নাটক 'প্রেম ছিল ভালো ছিল'তে অভিনয় করলেন অপি করিম। নাটকটি পরিচালনা করছেন তানভীর রহমান অংশু। আর চিত্রনাট্য লিখেছেন জুবিন মাহমুদ। নাটকে আরও আছেন রওনক হাসান, সাবেরী আলমসহ আরও অনেকে। ঈদে নাটকটি চ্যানেল নাইন-এ প্রচারিত হবে। নাটকের গল্পে অপি করিম শর্মিলা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা খুব বেশি আবেগ ও কল্পনাপ্রবণ। তার পায়েও একটু সমস্যা থাকে।
ঘটনাক্রমে একটা সময় গিয়ে শর্মিলার সঙ্গে রওনকের দেখা হয়। এরপর তাদের মধ্যে খু্ব ভালো একটি সম্পর্ক হয়।সময়ের আবর্তে বিভিন্ন কারণে শর্মিলা মনে কষ্ট পেতে থাকে।পাঠক এখানেই শেষ নয়। বিভিন্ন ঘটনার অন্তরালে থেকে যায় কিছু ঘটনা- যা জানতে হলে অপেক্ষা করতে হবে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত।
এ প্রসঙ্গে অপি করিম বলেন, 'আমি ভালো গল্প পেলে কাজ করতে ভালো লাগে। এই নাটকের গল্পটিও আমার ভিশন ভালো লেগেছে। এখানে আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন রওনক হাসান। সব মিলিয়ে নাটকের গল্পটি বেশ অসাধারণ। যা দর্শকদের ভালো লাগবে।'