ইরেশ যাকের সবসময়ই নাটক কিংবা টেলিফিল্মে কাজ করার ব্যাপারে গল্পের প্রতি একটু বেশিই দৃষ্টি দেন। যে কারণে খুব বেশি নাটকে তাকে কাজ করতে দেখা না গেলেও যেসব নাটকে তিনি কাজ করেন সবই হয় দর্শকনন্দিত এবং প্রশংসিত। আসছে ঈদ উপলক্ষেও ইরেশ যাকের ঠিক তেমনি ভালো ভালো গল্পের কিছু নাটক/টেলিছবিতে কাজ করেছেন। তারমধ্যে ইফতেখার আহমেদ ফাহমির 'প্রশ্ন' টেলিছবিটি অন্যতম একটি। এই টেলিছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, বাবর ও সিদ্দিকুর রহমান সিদ্দিক। এয়ারপোর্টে প্রতিনিয়ত আসা বিদেশি যাত্রীদের মালামাল ছিনতাই করা দলের প্রধান বাবর। ঘটনাক্রমে বাবরের খপ্পরে পড়ে ইরেশ। তাকে কোনো একটি নির্জন স্থানে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ের তার মালামাল নিয়ে যায়। বাবরের বিপক্ষ দলের প্রধান সিদ্দিক। তার সঙ্গে ইরেশকে নিয়ে শুরু হয় নানা ঘটনা। এগিয়ে যায় টেলিছবির গল্প। ইফতেখার আহমেদ ফাহমির রচনা ও পরিচালনায় 'প্রশ্ন' টেলিছিবিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, 'প্রায় তিন বছর পর ফাহমির নির্দেশনায় কাজ করছি। ভালো লাগাতো নিশ্চয়ই আছে। এটা সবাই জানেন যে, ফাহমির কাজের মান সবসময়ই অনেক ভালো হয়। আশা করছি এই কাজটিও দর্শকগ্রহণযোগ্যতা পাবে। এই ইউনিটের সবাই কাজটি করেছেন অনেক পরিশ্রম দিয়ে। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।