সেন্সর ছাড়পত্র পেল প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামের শেষ চলচ্চিত্রে 'অন্তরঙ্গ'। কার্নিভ্যাল মোশন পিকচার লিমিটেডের প্রযোজনায় ২০১৩ সালের শেষদিকে মহরতের মাধ্যমে শুরু হয় ছবিটির কাজ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আলিশা প্রধান ও ইমন।
এ ছাড়া আরও আছেন অমিত হাসান, অরুণা বিশ্বাস প্রমুখ। আলিশা প্রধান বলেন, অনেক ভালো লেগেছে ছবিটি আনকাট সেন্সর পাওয়ায়। আর সবচেয়ে বড় কথা হলো এটি বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের শেষ ছবি। তার হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করি। এই ছবিটি করতে গিয়ে চাষী স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি আমাকে অনেক আদর করতেন।
তিনি আরও বলেন, 'আমি ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। চাষী স্যার আজ বেঁচে থাকলে আমার এই আনন্দ দ্বিগুণ হয়ে যেত। তবুও খুশি, ছবিটি মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।
ছবি প্রসঙ্গে ইমন বলেন, 'আমার অনেক ভালো লেগেছে ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। আজ চাষী স্যারের কথা অনেক মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে আরও অনেক খুশি হতেন। আমি বলতে পারি ছবিটি দর্শকদের ভালো লাগবে।