এবার বিষয়ভিত্তিক নাটক নিয়ে দর্শকের সামনে এসেছেন ছোট পর্দার নির্মাতা অসীম গোমেজ। এনটিভিতে প্রতি শুক্রবার 'উদ্দীপন' নামে এই বিষয়ভিত্তিক ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে। নাটকটির প্রতি পর্বেই নতুন নতুন গল্পের সমাগম ঘটছে। এ পর্যন্ত ১৪টি পর্ব পরিচালনা করেছেন তিনি। আগামী শুক্রবার তার পরিচালনায় রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে নতুন পর্ব 'জননী'। এ পর্বে অভিনয় করেছেন দীপা খন্দকার, সেতু, শিখা কর্মকার প্রমুখ। বিষয়ভিত্তিক এ নাটক প্রসঙ্গে অসীম গোমেজ বলেন, 'নতুন ধারার এ ধারাবাহিক নাটকটির জন্য অনেকের শুভ কামনা পেয়েছি। এখানে প্রতিটি পর্বের গল্পে মানুষের মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়।' ২০১০ সালে অসীম গোমেজের পরিচালনায় 'নীল' ধারাবাহিক নাটকটি প্রশংসিত হয়েছিল।