প্রচণ্ড টেক-স্যাভি তিনি। সোশ্যাল মিডিয়া পুরোটাই ঘাঁটা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে নিজের ব্লগের মাধ্যমে সামাজিক বিভিন্ন ইস্যুতে তাকে মতামত ব্যক্ত করতে দেখা গেছে। কারণ তিনি শাহেনশা বিগ-বি। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সেলফি বা নিজস্বী তোলাতেও তার আপত্তির কথা কেউ শোনেনি। কয়েক মাস আগেই কলকাতায় 'পিকু'র শুটিং চলাকালীন তাকে দেখা গেছে তার সহ-অভিনেতা দীপিকা পাডুকোন, ইরফান খান এবং পরিচালক সুজিত সরকারের সঙ্গে সেলফি তুলতে। কিন্তু সেই অমিতাভ বচ্চনও রেগে গেলেন। গেলেন তো গেলেন, একেবারে আম আদমির 'সেলফি ম্যানিয়া'কেই কটাক্ষ করে ছাড়লেন। রাগের কারণ, কিছুদিন আগে তার বন্ধু বিয়োগ ঘটে। দিল্লিতে বন্ধুর শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে গেলে সেখানে কয়েকজন অত্যুৎসাহী মোবাইল তার সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করে। এতেই রেগে কাঁই বিগ-বি।