প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা-নাট্যনির্মাতা মাহফুজ আহমেদ ও ছোটপর্দার প্রিয়মুখ মৌটুসী বিশ্বাস। আসছে ঈদ উপলক্ষে নির্মিতব্য নাটক 'লাইক@কমেন্টস' নাটকে এবারই প্রথম কাজ করছেন তারা দুজন। নাটকটি রচনা ও পরিচালনা করছেন গুণী নির্মাতা মাসুদ সেজান। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে গত শনিবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। মূলত ফেসবুক সম্পর্কিত একটি গল্প নিয়েই নাটকের কাহিনী এগিয়ে যায়।