'স্প্লিটসভিলা-৮' মুভির শুটিংয়ে সম্প্রতি গোয়া গিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন ও অভিনেতা রণবিজয়। শুটিং থেকেই ফিরেই দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ। সানি তো আগেই প্রশংসা করেছে বিজয়ের। আর এবার প্রশংসার ফুলঝুরি ছড়ালেন রণবিজয়।
রণবিজয়ের মতে, 'সানি খুব কুল এবং মজার।'শুধু তাই নয়, এতদিন ধরে যাদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে সানিই সেরা বলে জানিয়েছেন এই অভিনেতা।
সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি খুবই ভালো ছিল তার। তার স্ত্রী প্রিয়াঙ্কা ভোরাও গিয়েছিলেন এ শুটিংয়ে। তার স্ত্রীর সঙ্গে সানির এতই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ওরা নাকি তাকে পাত্তাই দিত না।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ