বলিউড অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হেমা মালিনীর গাড়ির সঙ্গে অপর গাড়ির সংঘর্ষে নিহত শিশুর পরিবারকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তার কন্যা এশা দেওল।
রবিবার মুম্বাইয়ের বাড়ির সামনে গণমাধ্যমকে এশা একথা জানান। তিনি বলেন, ‘আমার মা নিহতের পরিবারকে সাহায্য করবেন। কেবল একজন নেতা হওয়ার কারণে তিনি এমনটি করছেন না, তিনি এটা করছেন, কারণ তিনি একজন ভাল মানুষ।’
এদিকে এনডিটিভির কাছে নিহত শিশুটির পিতা দাবি করেন, হেমাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মৃত কন্যা এবং পরিবারের অন্য আহত সদস্যদের হাসপাতালে নিতে কালক্ষেপণ করা হয়েছিল। এমনকি দুর্ঘটনার পর তার পরিবারের কারও সঙ্গে হেমার তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়নি।
তবে, এমন অভিযোগের ব্যাপারে এশা বলেন, ‘যখন দুর্ঘটনাটি ঘটেছিল, তখন মায়ের যে অবস্থা ছিল, সে সময় তিনি কিভাবে অন্যদের ব্যাপারে ভাববেন? আমরা কেউই তখন কিছু ভাবতে পারছিলাম না। তবে আমরা দুঃখিত যে পরিবারটি তাদের আপনজন হারিয়েছেন।’
এশা আরও বলেন, ‘দুর্ঘটনাটি অনেক বেশি খারাপ ছিল। সবাই মানসিকভাবে এতোটাই বিপর্যস্ত ছিলেন যে, কারোরই কথা বলা কিংবা চিন্তা করার মতো অবস্থা ছিল না।’
উল্লেখ্য, গত ২ জুলাই রাজস্থানের দৌসা মহাসড়কে হেমার মার্সিডিজের সঙ্গে আরেকটি মারুতি অল্টো গাড়ির সংঘর্ষ হলে নিহত হয় একটি দুই বছর বয়সী শিশু। শিশুটির পরিবারের আরও চারজন আহত হন। এ ঘটনায় গ্রেফতার হন হন হেমার গাড়ির চালক।
হেমা মালিনী নিজেও আহত হন ওই ঘটনায়। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসার পর শনিবার একটি চার্টার প্লেনে করে মুম্বাইয়ে নিজের বাসভবনে এসে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন কন্যা এশা দেওল ও তার স্বামী ভারত তাখতানি।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব