কেয়া, মৌসুমী হামিদ এবং সাইমন- এই তিন তারকা একসঙ্গে আসছেন পর্দায়। তার তিনজন অভিনয় করেছেন 'ব্ল্যাকমানি' ছবিতে। আর এটি নির্মাণ করেছেন সাফি উদ্দিন সাফি। আগামী ৭ আগস্ট ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। এ ছবির মাধ্যমে একবছর বিরতির পর সিনেমা হলে নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা কেয়া। তিনি বলেন, 'গত বছর সর্বশেষ নায়করাজ রাজ্জাকের আয়না কাহিনীতে আমাকে দেখা গিয়েছিল। এবার আমার অনেক ভালোলাগার একটি চলচ্চিত্র নিয়ে দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছি।' সাইমন বলেন, 'জি হুজুর এবং পোড়ামন'র পর ব্ল্যাকমানি আমার অনেক আশা জাগানিয়া একটি চলচ্চিত্র। এতে আমি আমাকে নতুনরূপে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি'। আর এ ছবির মাধ্যমে মৌসুমী হামিদের অভিষেক হচ্ছে। তাই তিনি অনেক আশাবাদী।