সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। গতকাল দিল্লির গুড়গাঁওতে মীরা রাজপুতের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন শহীদ। দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছিল তাদের বিয়ের কার্ড। সেখানে ছিল শহীদের বাবা পঙ্কজ কাপুর ও দুই মা নীলিমা আজিম এবং সুপ্রিয়া পাঠকের নাম। কোনো উপহার না আনার অনুরোধও করেছিল শহীদের পরিবার সেই কার্ডে। আমন্ত্রণপত্রের সঙ্গে তারা নিমন্ত্রিতদের জন্য উল্টো উপহার পাঠিয়েছিলেন। অনেকটা ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় গতকালের বিয়ের অনুষ্ঠান। একান্ত বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠ কিছু লোকজন উপস্থিত ছিলেন এতে। বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর উপস্থিত সাংবাদিকদের সামনে নববধূকে সঙ্গে নিয়ে উপস্থিত হন শহীদ কাপুর। আগামী ১২ জুলাই মুম্বাইতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড রিসেপশন।