চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ্ বেগম কবরীর নির্দেশনায় এবারই প্রথম ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ ও নাট্যাভিনেত্রী অহনা। নাটকের নাম 'আবার আসিবো ফিরে'। নাটকের গল্প, চিত্রনাট্য কবরীর নিজের। ধারাবাহিক এ নাটকটি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এতে তিনি নিজেও অভিনয় করছেন। নাটকের গল্প প্রসঙ্গে কবরী জানান, তৌফিক ও কামরান সাহেবের পরিবারের মধ্যে ব্যবসায়িক কারণে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এক সময় কামরান অর্থের লোভে পড়ে কৌশলে তৌফিককে খুন করে। স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটন করতে এগিয়ে আসে তৌফিক সাহেবের স্ত্রী নাবিলা। তার একমাত্র ছেলে সৌরভ বিদেশ থেকে আসার পরই স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের মূল গল্পই হচ্ছে 'আবার আসিবো ফিরে'। এতে তৌফিক চরিত্রে অভিনয় করবেন নায়করাজ রাজ্জাক, কামরান চরিত্রে কে এস ফিরোজ, সৌরভ চরিত্রে রিয়াজ এবং নাবিলা চরিত্রে কবরী। অন্যদিকে ধারাবাহিকে মৌরী চরিত্রে অভিনয় করছেন অহনা। কবরী বলেন, 'আবার আসিবো ফিরে মূলত একটি সিনেমাটিক নাটক। চেষ্টা করেছি তেরো পর্বের এই ধারাবাহিক নাটকটিতে প্রচলিত ঘরানার নাটক থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে এবং আমি আশাবাদী দর্শকের ভালো লাগবে নাটকটি। রিয়াজের অভিনয়, কাজের প্রতি তার একনিষ্ঠতা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে।' চিত্রনায়ক রিয়াজ বলেন, 'কবরী ম্যাডামের সঙ্গে এর আগে আমি চলচ্চিত্রে অভিনয় করেছি। তিনি আমার মা হয়েছিলেন। তবে নির্দেশনায় এবারই প্রথম। অভিনেত্রী কবরী ম্যডামের কাছ থেকে সে সময় অনেক কিছু জেনেছি, শিখেছি। এ সময়ে এসে নির্দেশক কবরী ম্যাডামের কাছ থেকেও অনেক কিছু জানলাম। আমার নিজের কাজের মানোন্নয়নে তা খুব সহায়ক ভূমিকা রাখবে বলে আমি অনুধাবণ করতে পারি।' অহনা বলেন, 'কবরী ম্যাডাম আমাদের দেশের একজন জীবন্ত কিংবদন্তী নায়িকা। তার নির্দেশনায় আমি কাজ করতে পেরেছি এটা সত্যিই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি চেষ্টা করেছি আমার চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে।' ১৩ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। তবে কবে থেকে ধারাবাহিক এই নাটকটি প্রচার শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে প্রায় ছয়-সাত বছর আগে কবরী মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলেন। তারও আগে তিনি 'আয়না' চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।