আবীর আর বৃষ্টি সম্পূর্ণ দুই মেরু- চরিত্রের দুই মানুষ। বৃষ্টি যতটা আবেগপ্রবণ আবীর তার চেয়েও অনেক বেশি বাস্তববাদী। প্রতিভাবান আবীর এখনো বেকার। নতুন বলে তার কোনো লেখাই প্রকাশকরা ছাপাচ্ছেন না। দিনের পর দিন হতাশা তাকে গ্রাস করছে। জীবন সংগ্রামের সেই কঠিন সময়ে বৃষ্টি এক কঠিন আবেগের তাড়নায় এক রকম জোর করেই আবীরকে বিয়ে করে। কিছু দিন না যেতেই শুরু হয় তাদের দাম্পত্য কলহ। মো. তাবারক হোসেন ভূঁঞার রচনা, আবু হায়াত মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় এমনি এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক 'শিশির কণা' । ইনভেনশন প্রযোজিত ঈদের বিশেষ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, শবনম ফারিয়া, রামিজ রাজু, রাখী চৌধুরী, এমিলাসহ আরও অনেকে।
তিশা বলেন, 'সমসাময়িক অনেক কম কাজেই এতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে মূলত অনেকগুলো লোকেশনের কারণে।'
রিয়াজ জানান, 'গল্পের বিস্তৃত পরিসরে পুরো টিম অনেক ধরে ধরে পুরো কাজটা করেছে যা আলাদাভাবে আমার খুব ভালো লেগেছে।' নাটকটি ঈদুল ফিতরের তৃতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।