প্রকাশিত হলো সংগীতশিল্পী প্রীতম আহমেদের দশম একক অ্যালবাম 'ভোট ফর ঠোঁট'। ঈদ উপলক্ষে কয়েকদিনের মধ্যে বাজারে আসবে তার এই অ্যালবামটি। বহুল প্রতীক্ষিত এই অ্যালবামে রবীন্দ্রসংগীতসহ থাকছে ১০টি ট্র্যাক। এর আগে প্রীতম আহমেদ জানান, সিডি আকারে প্রকাশ করার আগেই আমি গানগুলো থেকে ব্যবসায়িক সাফল্য পেয়েছি। আমি বিশ্বাস করি যে, শ্রোতা-দর্শকরা গান কিনে শুনতে চায়। 'ভোট ফর ঠোঁট'সহ অন্য গানগুলোর বেলায় আমি সেই প্রমাণ পেয়েছি।