কুদ্দুস নামের লোকটির পেশা টাকার বিনিময়ে মানুষ খুন করা। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য সে খুব অতিথিপরায়ণ এবং খুন করার পর সেই রাতে সে ঘর থেকে বের হতে ভয় পায় । এই রকম একটি খুনি চরিত্রে এবার ঈদে এটিএন বাংলার পর্দায় দেখা যাবে সুঅভিনেতা টুটুল চৌধুরীকে। ফড়িং নামের এই টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক অঞ্জন আইচ । এবারের ঈদে একটি সাত পর্বের ধারাবাহিকসহ প্রায় অর্ধডজন নাটকে অভিনয় করছেন টুটুল চৌধুরী। তার মধ্যে রয়েছে 'বদরুদ্দিন এখন বদরুদ্দিন-৩' প্রচারিত হবে বৈশাখী চ্যানেলে। ঈদের অন্য নাটকগুলো হচ্ছে 'বিষ কিংবা ভালোবাসা, ভাঁটফুল, একদিন ভালোবাসা ঘুমপিয়ানোও, কাঁটা, স্বপ্নান্তর প্রভৃতি।
ঈদের নাটকে অভিনয় ছাড়াও অভিনেতা টুটুল চৌধুরী ব্যস্ত তিনটি ধারাবাহিক এবং দুটি চলচ্চিত্র নিয়ে ।