খবর সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে বিটিভির জন্য নির্মিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান 'খবরওয়ালাদের খবর'। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। আর প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানটিতে রয়েছে একটি প্রাণবন্ত আড্ডা। আড্ডায় অংশ নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল, জ.ই. মামুন, সামিয়া রহমান এবং ফারজানা রূপা। রয়েছে দুটি গান। গান দুটি গেয়েছেন রমা এবং লোপা হোসাইন। এছাড়াও রয়েছে ৬টি নাটিকা। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি ছন্দে ছন্দে। আশা করি দর্শকরা আনন্দ পাবেন। 'খবরওয়ালাদের খবর' প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।