বাণিজ্যিক ও মৌলিক, দুই ঘরানার ছবিতে অভিনয় করেছি। যেমন হুমায়ূন স্যারের 'আমার আছে জল' এবং জাকির হোসেন রাজুর 'আমার প্রাণের প্রিয়া'। এ ছাড়া কাজের তালিকায় 'জোনাকির আলো', 'তারকাঁটা'র মতো ছবিও রয়েছে। তবে এবার একবারেই ভিন্ন রূপে দর্শকের দরজায় কড়া নাড়তে আসছি। ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত 'পদ্ম পাতার জল' ছবিটি। এতে যে চরিত্রে অভিনয় করেছি তা অত্যন্ত কঠিন এবং আমার জন্য চ্যালেঞ্জিং একটি কাজ। এসব কথা জানিয়ে বিদ্যা সিনহা মীম বলেন, পদ্ম পাতার জল ছবিতে পদ্ম'র ভূমিকায় দর্শক দেখবে আমাকে। পদ্ম একজন বাঈজী। শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাইজি বাড়ী ঝুমড়ী মহল আমার ঠিকানা। প্রতাপশালী জমিদার পুত্র রিজওয়ান এক সময় আসে আমার রঙ মহলে। আমার মমতা, দৃঢ় ব্যক্তিত্ব আর জাগতিক সব শিল্পগুণ তাকে মুগ্ধ করে। কিন্তু স্বপ্নের নারীদের বাস্তবিক কোনো পরিচয় বা আকাঙ্ক্ষা থাকতে পারে না। শুরু হয় আমাদের ভালোবাসার টানাপড়েন। মুখোমুখি হতে হয় কঠিন নিয়তির। চরিত্রটি রূপায়ণ করতে গিয়ে চেষ্টায় ফাঁক রাখিনি। ছবিটি দেখে দর্শক নিশ্চিত বলবে অন্যরকম কিছু পেয়েছি এবং বারবার তারা ছবিটি দেখবে। এটিই আমার ঈদের শ্রেষ্ঠ উপহার আর চ্যালেঞ্জ।