ঈদ আসতে আর মাত্র ক'টা দিন বাকি। বিভিন্ন শিল্পীর নাটক/টেলিছবিতে কাজ করা প্রায় শেষ হয়ে এলেও মোশাররফ করিমের কাজের শেষ নেই। তার ভাষ্যমতে ঈদের দিন সকাল পর্যন্তও হয়তো শুটিং করতে হতে পারে। এই মুহূর্তে যেমন শেষ প্রান্তে এসে স্ক্রিপ্ট পছন্দ হওয়ার কারণে শহীদ উন নবী'র নির্দেশনায় লাক্স তারকা জেবিনের সঙ্গে ঈদের একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকে তাকে অভিনয় করতে হচ্ছে। নাটকের নাম 'ঘুম বাবুর বিয়ে'। নাটকের গল্প রচনা করেছেন শাহ মাহমুদ নাঈমুল করিম। আসছে ঈদেও প্রথম দিন থেকে টানা ছয় দিন চ্যানেল নাইনে নাটকটি প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে। নাটকে দেখা যাবে মোশাররফ করিম কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েন। তার অফিসের সহকর্মী হিসেবে অভিনয় করছেন লাক্স তারকা জেবিন। এই দুজনসহ নাটকের অন্য চরিত্রগুলোর মধ্যে ঘটতে থাকে হাস্যরসাত্মক নানান ঘটনা। মোশাররফ করিম বলেন, 'এটা সত্য যে শেষ মুহূর্তে এসে শুধু স্ক্রিপ্ট পছন্দ হওয়ার কারণে অনেক কষ্ট করে এই ঈদ ধারাবাহিকটিতে কাজ করছি। লাক্সওে জেবিনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অভিনয়ের প্রতি তার বেশ আগ্রহ আছে এবং ভবিষ্যতে সে ভালো করতে পারবে।' জেবিনের বহুদিনের ইচ্ছা ছিল ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করার। জেবিন বলেন, 'অবশ্যই কৃতজ্ঞ আমি পরিচালক শহীদ উন নবী ভাইয়ের কাছে। কারণ তার সহযোগিতা ছাড়া করিম ভাইয়ের মতো গুণী শিল্পীর সঙ্গে আমার অভিনয় করা হয়ে উঠত না। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।' রাজধানীর অদূরে সাভারের জিরাবোর 'মমতা পল্লী'তে ছয় পর্বের এই ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হয়েছে।