নবীন শিল্পী সুমিত ঈগল মিউজিক থেকে এ বছর এনেছে তার অ্যালবাম 'হারিয়েছি মন'। প্রকাশের পর এ অ্যালবামের 'নিঝুম নীরবতা' গানটি তার শ্রোতাপ্রিয় হয়। তাই এবার রমজানের ঈদ উপলক্ষে এ গানটির মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন তিনি।
এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। গানটিতে মডেল হয়েছেন আলভি ও অর্পিতা। ব্ল্যাকশাইন প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এ গানটির ভিডিওটি নিদের্শনা দিয়েছেন আহসান সারোয়ার।
শিল্পী সুমিত বলেন, 'এ গানটির কথা ও সুর আমার করা। আর সংগীতায়োজন করেছেন এস কে সামির। ঈদকে ঘিরে করা এ গানটি শিগগিরই সব চ্যানেলে প্রচার হবে। আশা করছি, রোমান্টিক ঘরানার গানটি সবার পছন্দ হবে।'