সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলিউডের অন্যতম তারকা শহিদ কাপুরের বিয়ে। তবে বিয়েটা ছিল গতানুগতিক ঘরানার বাইরে। বলিউডি জাঁকজমক ছাড়াও শাহিদ-মীরার বিয়ে হয়ে উঠে স্বতন্ত্র। তৈরি করে নতুন স্টাইল স্টেটমেন্ট।
৬ জুলাই সকালে মেহেদির অনুষ্ঠানের পর সন্ধ্যায় ককটেল সঙ্গীত। পরদিন সকালে পরিবারের মাত্র ৪০ জন সদস্যের উপস্থিতিতে বিয়ে, বিকেলে গ্র্যান্ড রিসেপশন। বিয়ের আগে বর-কনের ধাতিং নাচ। অনুষ্ঠানে মজা ছিল পুরোদস্তুর, কিন্তু কোন বাড়াবাড়ি ছিল না।
বিয়ের কার্ড ও ডেকোরেশন-আমন্ত্রণ পত্রেও চোখে পড়েনি জাঁকজমক। অনুষ্ঠানের ডেকরেশনেও ছিল বিয়ের কার্ডের মতোই ছিমছাম আদল। শহিদ-মীরার ছবি দিয়ে করা ডেকরেশনে ছিল নতুনত্বের ছোঁয়া। মীরার ছিমছাম মেক আপের সঙ্গে অসাধারণ হেয়ারস্টাইল ছিল একেবারে অন্যরকম। বলিউডি ছোঁয়া থেকে একেবারেই দূরে থেকেও কয়েক গোল দিয়েছেন মীরা। হালকা গোলাপি লেহেঙ্গার সঙ্গে দুটি ওড়নার মেলবন্ধনও ছিল পারফেক্ট। চূড়-হাত ভর্তি লাল চূড় নয়, পোশাকের সঙ্গে ম্যাচ করে অল্প গোলাপি চূড়ও ছিল মীরার একেবারে নিজস্ব স্টাইল। মেহেদির আধিক্যে ঢাকা পড়েনি মীরার হাত, পা। সূক্ষ্ম ডিজাইনের সঙ্গে গ্লিটার সাজে এনেছিল এলিগ্যান্ট টাচ। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রোকেয়া