কাল চিত্রনায়ক বুলবুল আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের ১৫ জুলাই বুলবুল আহমেদ মৃত্যুবরণ করেন।
বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: ‘ইয়ে করে বিয়ে’, ‘ধীরে বহে মেঘনা’, ‘সূর্য্য কন্যা’, ‘জীবন নিয়ে জুয়া’, ‘সীমানা পেরিয়ে’ , ‘রূপালী সৈকতে’, ‘মহানায়ক’ ‘দেবদাস’, ‘বধূ বিদায়’ , ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দি ফাদার’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ইত্যাদি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রশিদা