দীর্ঘদিন পর আবারও একসঙ্গে যুগলবন্দী হয়ে কাজ করলেন প্রখ্যাত গীতিকার-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আহমেদ ইমতিয়াজ বুলবুল নতুন একটি অ্যালবাম তৈরি করেছেন। 'হারিয়ে যাওয়া মা' শিরোনামের অ্যালবামটি মূলত শাওন চৌধুরীর একক। মোট ৮টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের দুটি গানে সাবিনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এগুলো হলো 'ধোঁয়া উড়ছে, ধোঁয়া উড়ছে' এবং 'কল্পনাতে প্রভুর চরণে'। এ ছাড়া 'সেরাকণ্ঠ' শিল্পী মৌসুমী সুলতানার সঙ্গে গেয়েছেন 'প্রাণের বীণা বাজাতে এসে' এবং 'প্রেম ক্ষুদ্র সে ভুল' শিরোনামের দুটি দ্বৈত গান। অ্যালবামে শাওনের গাওয়া একক গানগুলো হলো- 'ও দারোয়ান ঘণ্টা বাজাও', 'প্রেম আনন্দ নদী', 'কতো মা কতো শিশু' এবং 'আয় আয় আয়রে মা'। এর আগে সাবিনা ইয়াসমিন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল 'সবকটা জানালা খুলে দাও না', 'মাঝি নাও ছাইড়া দে', 'সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য', 'উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম'- এমন কালজয়ী গানগুলো তৈরি হয়েছিল তাদের যুগলবন্দীতে। বুলবুল বলেন, 'যত্নে করা গানগুলো শ্রোতাদের ভালো লাগলে সার্থক হব।'