এই সময়ে এসে অপি করিম অভিনয়ে আগের চেয়ে একটু ব্যস্ত হয়ে উঠেছেন। যে কারণে আসছে ঈদে তিনটি নাটকে তাকে দেখা যাবে। এর মধ্যে সাগর জাহানের রচনায় ও পরিচালনায় 'এ শহর মাধবীলতার না' নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে নাটকটিতে একটি মৌলিক গানের প্রয়োজনীয়তা অনুভব করেন পরিচালক। কিন্তু গানটি কাকে দিয়ে গাওয়ানো যায় এ নিয়ে একটু চিন্তায় ছিলেন। একসময় সাগর জাহান অপিকেই বিশেষভাবে অনুরোধ করেন গানটি গাওয়ার জন্য। অপি একটু ভেবে তাতে সায় দিলেন। একদিন সুর তালের সঙ্গে সংগীতচর্চাও করেন অপি। অবশেষে ১৩ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানের শিরোনাম হচ্ছে 'ধূলোপড়া সময়'। সাগর জাহানের লেখা মৌলিক এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মুন্তাসির তুষার। অপি করিম বলেন, 'নাচ-গান-অভিনয় চর্চার বিষয়। খুব কঠিন একটি গান আমি কোনোরকম চর্চা ছাড়া গাওয়ার চেষ্টা করেছি। আমি নিজে গানটি গেয়ে সন্তুষ্ট নই।'