ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের শিশুতোষ চলচ্চিত্র 'অমি ও আইসক্রীমওলা'। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, আগুন প্রমুখ। পরিচালনা করেছেন সুমন ধর।